বিশ্বনাথ প্রতিনিধি:: বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদের লালটেক গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
বুধবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮ ঘটিকার সময় হঠাৎ সংঘবদ্ধ ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী।
হামলাকারীরা ফারুকের মা মিছকা বেগম কে আহত করে ঘরের সকল মালামাল লুট করে নিয়ে যায়। আহত মিছকা বেগমের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
আমাদের সংবাদ কর্মী হাসপাতালে গিয়ে হামলার বিষয়ে আহত মিছকা বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই হামলা পরিকল্পিত। আওয়ামীলীগ নেতা হীরা মিয়ার নির্দেশে এই সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালিয়েছে। কারণ হীরা মিয়া প্রতিনিয়ত আমাদের ভয়ভীতি দেখিয়ে আসছে, আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তিনি আরো বলেন হীরা মিয়ার ষড়যন্ত্রের শিকার হয়ে আমার দুই ছেলে হত্যা মামলার আসামী।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302