• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতার ভাই মুকুল হতে চান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
বিএনপি নেতার ভাই মুকুল হতে চান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

একুশেনিউজ ডেস্ক::

গত ২৫শে সেপ্টেম্বর ১১ বছর পর হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনকে ঘিরে আনন্দ বিরাজ করে হবিগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল কর্মীদের মাঝে। সেই সাথে বিরাজ করছে হতাশও।

তৃণমূলের অনেক নেতাকর্মী জানিয়েছেন, এবার হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাদিকুর রহমান মুকুল বিএনপি নেতা মুহাম্মদ আলী মুছার আপন ছোট ভাই । মুছা বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাই কি করে স্বেচ্ছাসেবক লীগের পদবী পেতে লবিং-তদবীর করে।

তারা জানান, মুকুল সাধারণ সম্পাদক হলে প্রকৃত মুজিব সৈনিক ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরা কমিটি থেকে বাদ যাবেন। পাশাপাশি হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চরম হতাশা দেখা দিবে।

জানা যায়, সাদিকুর রহমান মুকুল সম্প্রতি সময়ে স্বেচ্ছাসেবক লীগের পদ পেতে উঠে পড়ে লেগেছেন। এমপি আবু জাহিরের ভাতিজার হওয়ার সুবাদে, তিনি ওই সুযোগকে কাজে লাগিয়ে স্বেচ্ছাসেবক লীগের পদবী হাতিয়ে নিতে চাইছেন। এজন্য কাজও করে যাচ্ছেন।
মুকুল ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকলেও নিজেকে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচয় দেয়, এটার বাস্তবিক কোনো প্রমাণ নাই।