• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২১
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে

স্টাফ রিপোর্ট::
সোমবার (১১ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। আগামী তিনদিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় হতে পারে।

কাগজে-কলমে বর্ষা অনেক আগেই বিদায় নিয়েছে। এখন বাংলাদেশ থেকে বিদায় নিতে শুরু করেছে মৌসুমি বায়ু। আগামী তিনদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অপরদিকে চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশ বৃষ্টিহীন। তবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা- এই চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ৫২ মিলিমিটার।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

এসএ