• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

সাবেক ছাত্রদল নেতা সামীর বাসায় পুলিশি তল্লাশি, সিলেট ছাত্রদলের নিন্দা

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২১
সাবেক ছাত্রদল নেতা সামীর বাসায় পুলিশি তল্লাশি, সিলেট ছাত্রদলের নিন্দা

একুশে নিউজ ডেস্ক :: সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামীর বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান ।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়ে ও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় । তারই ধারাবাহিকতায় সোমবার রাতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামীর বাসায় হয়রানি মূলক তল্লাশি চালায় পুলিশ।
নেতৃবৃন্দ অবিলম্বে এসব হয়রানি মূলক পুলিশি তল্লাশি বন্ধের জোর দাবি জানান।