
নিউজ ডেস্ক::
এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর সিলেট বিভাগীয় অফিস উদ্বোধন করা হয়েছে। ১৩ অক্টোবর বুধবার দুপুরে উদ্বোধন উপলক্ষ্যে নগরীর চৌহাট্টাস্থ মানরু শপিং সিটিতে কোম্পানির অফিসে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
কোম্পানির সিলেট বিভাগীয় প্রধান তৌহীদ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানী পরিচালক খলিলুর রহমান মাছুম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অফিসের পিডি হোসেন আলী, বিএম- সাইবান বিনতে শাহাজ, সহ উন্নয়ন কর্মকর্তাবৃন্দ এবং সুনামগঞ্জ জেলা অফিসের ইনচার্জ জুলফিকার রহমান জনি, ও সহকারী ইনচার্জ রুজিনা বেগম।