
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজায় উচ্চস্বরে গান বাজনায় বাধা দেয় স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় এলাকার ছাত্রলীগের কয়েকজনের হস্তক্ষেপে এটি মীমাংসা হয়। ঘটনাটি গত ১২ অক্টোবর সুনামগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা চলাকালীন অবস্থায় উচ্চস্বরে গান-বাজনা নিয়ে স্থানীয় বিএনপি জামাতের লোকেরা এসে হঠাৎ বাধা দেয়। তারা জোরপূর্বক সাউন্ড বক্স খুলে নেওয়ার চেষ্টা করিলে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা এসে বাধা দেন। এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে বিএনপি, জামাতের নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই বিএনপি ও জামাতের লোকেরা চলে যায়।
ঘটনার বিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এই নীতিতে বিশ্বাস করি। তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন সামি, সদস্য আশিকুর রহমান রিপন, লিটন, জুবায়ের, আহাদ, লায়েক, ফয়েজ’সহ প্রমুখ নেতাকর্মীরা সাহসীকথার সাথে বিএনপি জামাতের সন্ত্রাসীদের মোকাবেলা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। বাংলাদেশ ছাত্রলীগ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত বলে তিনি জানান।
অপরদিকে ঘটনার বিষয়ে সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পূজা মন্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।