নিউজ ডেস্ক::
বিশ্বনাথে ছাত্রদল নেতা নাজমুল হোসেনের বাড়িতে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর চালিয়েছে। গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত কিছু সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নাজমুল হোসেন ও আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাদের ঘরের মালামাল লুট করে নিয়ে যায় এবং তাদের গর্ভ ধারনী মাকে মারধর করে। হামলার বিষয়ে তাদের মা পরতিঙ্গা বিবি বলেন, এই হামলা পরিকল্পিত, আওয়ামীলীগ নেতা রইছ আলীর ইন্দনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাদের ভয়ে আমরা প্রতিনিয়ত আতংকের মধ্যে থাকি। রইছ আলীর ষড়যন্ত্রের শিকার হয়ে আমার দুই ছেলে আজ দেশ পলাতক।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আশব আলী হত্যা মামলার আসামী আনোয়ার ও নাজমুলের বাড়িতে রাতে হামলার ঘটনা খবর পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখবো।
উল্লেখ্য; ছাত্রদল নেতা নাজমুল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেন আওয়ামীলীগ নেতা আশব আলী হত্যা মামলার আসামী হয়ে দেশ পলাতক আছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302