একুশেনিউজ ডেস্ক::
সনাতন ধর্মাবলম্ভীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূূজা উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করেছেন সিলেট সিটি কর্পোরেশন ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল পদপ্রার্থী মির্জা এস এম সাদাম।
শুক্রবার (১৫ অক্টোবর) দিনভর তিনি বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে মাস্ক বিতরন করেন ও স্বাস্থ্যবিধি পূজা উদযাপন করার পরামর্শ দেন।
পাশাপাশি যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সচেতন থাকার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি সহ এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302