• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জ বাজারে মাহদি ফার্মেসীর উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১
শিবগঞ্জ বাজারে মাহদি ফার্মেসীর উদ্বোধন

একুশেনিউজ ডেস্ক::
সিলেট নগরীর শিবগঞ্জ বাজারে মাহদী ফার্মেসীর উদ্বোধন হয়েছে।

রবিবার বাদ মাগরিব ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

এর আগে হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআন শরীফ খতম করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন-হাজী মঈনুর রহমান, দিলাউর রহমান, মাহদি ফার্মেসীর পরিচালক মোহাম্মদ শাহেদুর রহমান, মতিউর রহমান, মাজেদুর রহমান, সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম, শিবগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন চৌধুরী।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা এহতেশামুল হক কাসেমী।

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-সাকিব আহমেদ, জব্বার আহমেদ পাপ্পু, জুবের আহমেদ, আহমেদ কবির চৌধুরী, রাদি চৌধুরী, মহসিনুর রহমান মাহদি, রাকিন, হাফিজ মাওলানা দিলওয়ার বিন শফিকসহ শিবগঞ্জ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিবগঞ্জ বাজারের ব্যাবসায়ীবৃন্দ।