• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও হত্যা মামলার রায় ঘোষনা

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২১
দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও হত্যা মামলার রায় ঘোষনা
  • বিএনপি-ছাত্রদলের ১২ নেতা-কর্মীর যাবজ্জীবন
  • ৮ জনের ১০ বৎসর করে সশ্রম কারাদন্ড, ৪ জন খালাস

স্টাফ রিপোর্টার::
সিলেটের দক্ষিণ সুরমার বদিকোণায় বহুল আলোচিত হবিগঞ্জ এক্সপ্রেস বাসে অগ্নিসংযোগ ও আগুনে পুড়ে যাত্রী হত্যার ঘটনায় মামলার রায় ঘোষনা করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ অক্টোবর ২০২১) সিলেট মহানগর দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনালে বিজ্ঞ বিচারক ইমতিয়াজ রহমান এ রায় ঘোষনা করেন। রায়ে এজাহারে ১২ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরো অতিরিক্ত ১ বৎসরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন বিচারক। এই মামলায় ৮ জন আসামীকে ১০ বৎসর করে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো অতিরিক্ত ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। মামলার বাদীপক্ষ এজাহার বর্ণিত বাকী ৪ জন আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ নিঃসন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত চার আসামীকে বেখসুর খালাস প্রদান করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, (১) কুহিনুর, পিতা- মৃত কলা মিয়া, সাং- মোল্লারগাঁও (খালপাড়), থানা- দক্ষিণ সুরমা, (২) আশিক আলী, পিতা- নোয়াব আলী, সাং- চর মোহাম্মদপুর, থানা- মোগলাবাজার, (৩) মকসুদ আহমদ, পিতা-সারু মিয়া ওরফে আং মালিক, সাং- মোল্লারগাঁও, (৪) এটিএম ফয়েজ, পিতা- মৃত নুর মিয়া, সাং- বরইকান্দি (গাঙ্গু), (৫) রাসেল আহমদ, পিতা- মো. রুশন মিয়া, সাং- সিলাম ঢালীপাড়া, উভয় থানা- দক্ষিণ সুরমা, (৬) তোরণ মিয়া, পিতা- আং ছালাম, সাং- সিলাম টিকরপাড়া, (৭) শামছুল ইসলাম ওরফে টিটু, পিতা- মৃত কলা মিয়া, সাং- নিজমন জালালপুর, উভয় থানা- মোগলাবাজার, (৮) এম.এ মান্নান, পিতা- মৃত দিলু মিয়া, সাং- ভার্থখলা, (৯) অলিউর রহমান ওরফে অলি, পিতা- হাজী মোঃ মখলিছুর রহমান, সাং- তেতলি টিলাবাড়ি, (১০) মো. ইফতেখার আলম চৌধুরী, পিতা- মৃত রফিক আলম চৌধুরী, সাং- নৈখাই, সর্ব থানা- দক্ষিণ সুরমা, (১১) রুবেল আমিন সুমন ওরফে কাউয়া সুমন, পিতা- আনু মিয়া, সাং- সিরাজপুর ও (১২) তোফায়েল আহমদ সোহেল, পিতা- আব্দুস ছোবহান, সাং- বড়জমাত, উভয় থানা- বালাগঞ্জ, সর্ব জেলা- সিলেট।

এছাড়া ১০ বৎসরের সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে- (১) শরীফ আহমদ, পিতা- আব্দুল গফফার, (২) আব্দুল কুদ্দুস, পিতা- আব্দুস সামাদ, উভয় সাং- আজিজপুর, থানা- বালাগঞ্জ, (৩) দিনার আহমদ, পিতা- আব্দুস জহির, সাং- উপশহর, থানা- শাহপরাণ (রহ.), (৪) আব্দুল বাছিত, পিতা- মৃত রহিম উদ্দিন, সাং- সমসপুর, থানা- মোগলাবাজার, (৫) আব্দুল কাদির, পিতা- আব্দুল জলির, সাং- শাহ সিকন্দর, (৬) সোহেল মিয়া, পিতা- চুনু মিয়া, সাং- বরইকান্দি কাজিরখলা, (৭) মো. কামরুজ্জামান, পিতা- খান ফয়ছল, সাং- বিবিদইল, সর্ব থানা- দক্ষিণ সুরমা ও (৮) শামসুজ্জামান, পিতা- মৃত তৈমুস আলী, সাং- ব্রাহ্মনপাড়া (সোনারপাড়া), থানা- কোতোয়ালী, এসএমপি, সিলেট।

এই মামলার এজাহার বর্ণিত আসামী আজমল বক্ত সাদেক, পিতা- মোকলেছ মিয়া, সাং- পুরানলেন, জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, শাকিল মোর্শেদ, পিতা- ওয়াকিল মিয়অ, সাং- কুয়ারপার, শাহাবুদ্দিন, পিতা- আব্দন নুর ও মোঃ শাহজাহান, পিতা- আব্দুছ ছালাম, উভয় সাং- শস্যউড়া, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেটদের বিরুদ্ধে বাদীপক্ষ আনীত কোন অভিযোগই রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত তাদেরকে নির্দোষ গণ্যে বেকসুর খালাস প্রদান করেন।

সরকার পক্ষে আদালতে মামলার পরিচালনা করেন এডভোকেট মশাহিদ আলী, পিপি এবং আসামী পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সুহেল, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট জিয়া উদ্দিন চৌধুরী নাদের, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট এবাদুর রহমান ও এডভোকেট হোসেন আহমদ। রায় ঘোষনার সময় আদালত সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি কার্যকরের পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারীল বাহিনীকে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীদের পক্ষে বিজ্ঞ কৌশলীগণ জানান, তারা তাদের মোয়াক্কেলদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উচ্চ আদালতে আপীল করবেন।