
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারের হোটেল ব্যবসায়ী ও স্থানীয় এলডিপি নেতা ফাহাদ আহমদ আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ১৮ অক্টোবর সোমবার রাত ১০টার দিকে বারইগ্রাম বাজার থেকে বাড়ি ফিরার পথে এই হামলার ঘটনা ঘটেছে। ভিকটিমের চিৎকার শুনে আশপাশ বাড়ির লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার আয়শা হক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাহাদ আহমদ বারইগ্রামের ফারুক উদ্দিনের পুত্র ও এলডিপি লাউতা ইউনিয়ন শাখার সদস্য।
জানা যায়, ফাহাদ আহমদ বারইগ্রাম বাজারের একজন হোটেল ব্যবসায়ী। একই সাথে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতা। রাজনৈতিক বিষয়াদি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার পূর্ব বিরোধ রয়েছে। ঘটনার রাত ১০ দিকে বারইগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ফাহাদ আহমদ। পথিমধ্যে আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার জালাল, এপলু, রায়হান, এবাদ সহ ৭/৮ জনের একটিদল তার পথরোধ করে। তারা ফাহাদ আহমদের উপর অতর্কিত হামলা চালায় দেশীয় অস্ত্র দিয়ে। এসময় সে প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশাপাশ বাড়ির লোকজন ছুটে আসে। লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে ভিকটিমের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার আয়শা হক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম ফাহাদ আহমদ ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।