• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হাল ধরেছেন নাঈম, ফিরলেন সাকিব

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২১
হাল ধরেছেন নাঈম, ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক::
ওমানের মতো দলের বিপক্ষে ২১ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামলিয়ে দলখে খেলায় ফেরান ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।

তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে ফেরেন সাকিব আল হাসান। ২৯ বলে ৬টি চারের সাহায্যে ৪২ রান করে ফেরেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৪ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান। ৪৯ রানে ব্যাট করছেন মোহাম্মদ নাঈম। তাকে সঙ্গ দিচ্ছেন নুরুল হাসান সোহান।

ওমানের মতো দলের ব্যাটিংয়ে নেমে ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। ৭ বলে ৬ আর ৪ বলে শূন্য রানে ফেরেন লিটন দাস ও মেহেদি হাসান।

ইনিংসের প্রথম ওভারে ৬ বলে মাত্র এক রান করেন মোহাম্মদ নাঈম। সেই ওভারে দুই ওয়াইড বলের কল্যাণে ৩ রান করে বাংলাদেশ।

দ্বিতীয় ওভারে এক ডাবল আর দুই সিঙ্গেল মিলে ৪ রান নেন লিটন-নাঈম। তৃতীয় ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফিল্ডারের কল্যাণে লাইফ পান লিটন দাস। কিন্তু নতুন জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ঠিক পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ ওপেনার।

ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে ডট খেলেন মেহেদি হাসান। ওভারের তৃতীয় বলে উইকেটের ওপর ক্যাচ তুলে দিয়ে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন নেওয়া মেহেদি। তার বিদায়ে ৪.৩ ওভারে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওমানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সৌম্যর পরিবর্তে ওপেনিংয়ে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওমানের আল আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওমান। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে নিজেদের শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে।

শুধু তাই নয়, প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের জন্য সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।