জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশ্ব সোরিয়াসিস দিবস পালন করা হয়েছে। ‘ইউনিটিং ফর অ্যাকশন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় এ উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের উদ্যোগে কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা, জনসচেতনতামূলক র্যালী এবং বহির্বিভাগের রোগীদের মাঝে লিফটলেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানসমুহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোঃ তারেক আজাদ, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আখতার সহ উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ অন্যান্য শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302