সাহিত্যের এক বিস্ময়কর ক্ষণজন্মা আনন্দ বিলানো ছড়াকার সুকুমার রায় এর ১৩৪তম জন্মদিন ছড়ায় ছড়ায় উদযাপন করল আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।
শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় সিলেট ইলেকট্রিক সাপ্লাই মুক্তাক্ষর কার্যালয়ে মুক্তাক্ষরের আবৃত্তি শিক্ষার্থীরা দলগত আবৃত্তি পরিবেশন করে। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় ত্রিপর্ণা দেবের সঞ্চালনায় 'বাবুরাম সাপুড়ে ' নির্মাণটি উপস্থাপন করে।
জনপ্রিয় শিশু সাহিত্যিক যাদুবিদ্যার মত ছড়ার জৌলুশ মুখোর ছড়াগুলি ছিল বাবুরাম সাপুড়ে, ভয় পেয়ো না, পাপাকি, আড়ি, রামগরুড়ের ছানা, গল্প বলা, আবোল তাবোল, শব্দ কল্প দ্রæম,সৎপাত্র,খিচুড়ি, দাঁড়ের কবিতা,আজব খেলা ও জালা-কুঁজো সংবাদ।
শিশুতোষ লেখনীর বৃন্দ আবৃত্তিতে কণ্ঠ দেন ত্রয়ী, রাফি, স্মিতা, প্রভা, পূর্ণতা, রাফিজা, জাওয়াদ ও মীম। শিশু সাহিত্য থাকলে বেঁচে সুকুমার রায় হাসবে, ঘরে বল আর পাঠশালে শব্দ চয়নে ভাসবে। সুকুমার রায়ের কালি কলমের আঁচড়কে সার্থক করতে নন্দিত ছিল আয়োজন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302