নিজস্ব প্রতিবেদক:
ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেফাজত নেতা মাওলানা আকিক হোসাইন চশমা মার্কার সমর্থনে প্রকাশ্যে নির্বাচনী সমাবেশ গুলোতে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ এর বেশ কয়েকজন পদবিধারী নেতা। ফলে নৌকা প্রতীক নিয়েও নির্বাচননী মাঠে ক্রমশই নি:সঙ্গ হয়ে পড়েছন খোদ আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ আব্দুল হেকিম।
স্থানীয় সূত্র জানায়, বর্তমান নির্বাচনে আওয়ামীলীগ এর দলীয় প্রতিক নৌকার মনোনয়ন চেয়েছিলেন কিন্তু মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে এখন হেফাজত নেতার পক্ষে মাঠে কাজ করছেন সেই সব আওয়ামীলীগ নেতারা।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলের সিদ্ধান্ত বিরোধী নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী আব্দুল হেকিম।
এদিকে সূত্র জানায়, নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পর উপজেলা যুবলীগ নেতা মুক্তার হোসেন প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে হেফাজত নেতার সভা সমাবেশে বিষদগার করছেন। কয়েক মাস আগে হেফাজত নেতা মাওলানা মামুনুল হক গ্রেফতারর ঘটনায় ছাতক থানায় হামলা করে হেফাজত কর্মীরা। এত বড় ঘটনার পরও কিভাবে আওয়ামীলীগ এর পদবিধারী নেতারা জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ও শীর্ষ হেফাজত নেতার পক্ষে নৌকার বিরুদ্ধে কাজ করেন। এমন প্রশ্ন রাখেন স্থানীয় ত্যাগী মাঠের আওয়ামীলীগ নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হেকিম নৌকার প্রার্থী হলেও সরাসরি তার বিরুদ্ধে মাঠে হেফাজত নেতা আকিক হোসাইনের পক্ষে কাজ করছেন আওয়ামীলীগ এর সহ সভাপতি সুনু মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফজলে করিম লিলু, সাবেক এপিপি ও আওয়ামীলীগ নেতা এডভোকেট ফরিদ উন নবী, আওয়ামীলীগ এর মনোনয়ন বঞ্চিত নেতা মোরাদ আহম, যুবলীগ নেতা ফয়সল আহমদ , নুর হোসেন।
ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও নৌকার প্রার্থী বতর্মান চেয়ারম্যান আব্দুল হেকিম জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক লিলু মিয়া সহ বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে আমার বিরোধীতা করছেন। আমি বিষয়টি আমাদের অভিভাবক হিসেবে স্থানীয় এমপি সাহেবকে জানিয়েছি। কিন্তু এখন পযর্ন্ত দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এদিকে ছাতক আওয়ামীলীগ এর প্রবীন নেতা ও পৌর আওয়ামীলীগ সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
কিন্তু বাস্তবে উপজেলা আওয়ামীলীগ এর আরেক যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের নিজ ইউনিয়ন আওয়ামীলর সভাপতি নৌকার প্রার্থীর বিরুদ্ধে আওয়ামীলীগ নেতারা কাজ করলেও তিনি বা দল কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302