• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাসদের ৪৯বছর পূর্তিতে সিলেটে দিনব্যাপী কর্মসূচি পালন

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১
জাসদের ৪৯বছর পূর্তিতে সিলেটে দিনব্যাপী কর্মসূচি পালন

বাংলাদেশের স্বাধীনতার ৫০বছর পূর্তি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯বছর পূর্তিতে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জাসদের সিলেটে জেলা ও মহানগর শাখা।

৩১ অক্টোবর (রোববার) দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন করা হয়।

বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বর্ণাঢ্য মিছিল নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন কিবরিয়া চৌধুরী, জেলা জাসদ সহ-সভাপতি মজির উদ্দিন আনসার, সহ-সভাপতি সৈয়দ আনসার আলী, মহিউদ্দিন আহমদ, আব্দুদ দাইয়ান, সুকান্ত ভট্টাচার্য, ফরিদ মিয়া, খসরু মিয়া, মহানগর শাখার নেতা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম চৌধুরী, তোবারক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী সোহান চৌধুরী, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশ্বজিত প্রমুখ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯বছর পূর্তিতে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি ঠেকাতে হলে অসাম্প্রদায়িক সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে অসাম্প্রদায়িক প্রশাসন দরকার। একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক অঙ্গন, দল ও সংবিধান দরকার। এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা বলেন, বিএনপি যতদিন ধর্মান্ধদের মাথার ওপর ছাতা ধরে রাখবে, ততদিন উগ্রবাদীদের আক্রমণের সম্ভাবনা থেকেই যাবে। বাংলাদেশও হুমকির মুখে থাকবে। এই ধর্মান্ধ চক্রের একটা সংযোগ আছে। এদের সম্পৃক্ততা আছে রাজাকারের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে, পাকিন্তানপন্থীর সঙ্গে এবং সর্বশেষ এই ধর্মান্ধ চক্রান্তের রাজনৈতিক সম্পর্ক আছে বিএনপির সঙ্গে।

জাসদের ৪৯বছর পূর্তিতে জাসদ ছাত্রলীগের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে দুপুর ১২টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।