জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় ৩ নভেম্বর। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়ে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টি স্মরণ করে মুক্তাক্ষর এর আবৃত্তি শিক্ষার্থীরা।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে দাঁড়িয়ে মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল করের পরিচালনায় শ্রদ্ধা নিবেন করে পিউ, পূজা, ত্রয়ী, ত্রিপর্ণা, রাফি, রাফিজা, জাওয়াদ, মীম, মুমুর, মনিষা ও ঐশিকা।
জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান এবং ক্যাপটেন মনসুর আলীর শহীদী আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা করেন মুক্তাক্ষর পরিবার।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302