• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক জামায়াতে ইসলামির সদস্য আবুল হোসেনের বাড়িতে পুলিশী তল্লাশী

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১
সাবেক জামায়াতে ইসলামির সদস্য আবুল হোসেনের বাড়িতে পুলিশী তল্লাশী

বালাগঞ্জ প্রতিনিধি ::
সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার আবুল হোসেনের বাড়িতে বালাগঞ্জ থানা পুলিশ তল্লাশী চালিয়েছে। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় আবুল হোসেনকে গ্রেফতারের জন্য বালাগঞ্জ থানা পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। পুরো বাড়ি তল্লাশী করে আবুল হোসেন কে না পেয়ে পুলিশ বাড়ির লোকজনের সাথে খারাপ আচরণ করে। এ অভিযানের পর থেকে আবুল হোসেন এর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। জামায়াত কর্মী আবুল হোসেন বালাগ্নজ উপজেলার চক পীর পুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

জানা যায়, আবুল হোসেন দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের সাজা পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন থেকে আদালতে হাজিরা না হওয়ায় উক্ত মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে বারবার তার বাড়িতে অভিযান চালিয়েছে।

আবুল হোসেনের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত ২০০৯ সাল থেকে আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করতে আমাদের বাড়িতে বার বার অভিযান চালাচ্ছে পুলিশ। মামলা ও পুলিশের ভয়ে ২০০৯ সাল থেকে আমার ছেলে আবুল হোসেন ব্রিটেনে খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবুল হোসেন বিরুদ্ধে সিলেট কতোয়ালি থানার একটি মামলা পরোয়ানা রয়েছে। বিগত ২০০৯ সালের ১ ডিসেম্বর জামাত নেতাদের উপর মিথ্যা পাতানো যুদ্ব অপরাধের নাটক বিরোদি মিছিল আওয়ামীলিগ ও তার অঙ্গ সংগটন সশস্র হামলা করে এবং পুলিশ গ্রেফতার করে এ ঘটনার মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত আসামী তিনি। জি আর মামলা নং-৭৩২/২০০৯ বাংলাদেশ চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। উক্ত মামলায় চার জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা হয়। দুই আসামী মো: আব্দুল আলী ও মুহিবুর রহমান সাজা কাটতেছেন এবং আবুল হোসেন ও শামীম উদ্দিন পলাতক রয়েছেন।