
স্টাফ রির্পোটার :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই নামক স্থানে যুবলীগ কর্মী আশরাফ ও আলম হত্যা মামলার এজাহার নামীয় ৩নং আসামি সৌরভ দাস(২৮) ও ৪নং আসামী ফাহিম (২৪) কে গোপন সংবাদের ভিক্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকান্ডে দায়ের করা মামলায় এপর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. মোঃ নুর মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান মামলার অপর দুই আসামীকে গ্রেপ্তারের জন্য তাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এবং গ্রেফতারকৃত চারজনই বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য। এব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মামলার অপর দুই আসামী সাগর রায় একজন ব্যবসায়ী এবং সৈকত দাস নিলয় স্নাতক অধ্যায়নরত একজন ছাত্র। তাদেরকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলায় জড়িত করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৫/০৯/২০২১ ইং তারিখে গভীর রাতে আশরাফ ও আলম নামে দুই যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়।