গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখোর পরিবেশে মনোনয়ন দাখিল করছেন ৮নং ভাদেশ্বর ইউনিয়নে নির্বাচন জনতার সমর্থনে জনতার সমর্থনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করলেন সৈয়দ রেজাউল করিম আলো।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রেজাউল করিম আলো সাংবাদিকদের বলেন, আমি নির্বাচিত হলে মাদকমুক্ত ও ভাদেশ্বরের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে জোড় দেব।
ভাদেশ্বর ইউনিয়নকে উন্নত স্বাস্থ্যসেবার জন্য মডেল ইউনিয়ন করতে সর্বাতœক কাজ করে যাব। পাশাপাশি তরুণ তরুণী বেকার যুবকদের জন্য আমার মহাপরিকল্পনা আছে। আপনারা জানেন ভাদেশ্বর ইউনিয়নের ঐতিহ্য সারাদেশব্যাপি সেই ঐতিহ্যের ধারাবাহিকতা বর্তমানে ক্ষীণ। আমি অতীত ঐতিহ্য ইনশাআল্লাহ ফিরিয়ে আনব।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট এম. এ. আব্দুর রকিব, রানিক আহমদ, জাহাঙ্গীর আহমদ চৌধুরি, সাবেক ছাত্রনেতা এস রিপনসহ আরও অনেক।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302