• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সম্পন্ন

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২১
গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ ও কানাইঘাট স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সম্পন্ন

একুশে নিউজ ডেস্ক :: গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসম্মেলন সম্পন্ন হয়েছে।

গতকাল (২৬ নভেম্বর) রাতে নগরীর একটি কমিউনটি সেন্টারে পৃথক ভাবে অনুষ্ঠিত ৮ ইউনিটের কর্মীসম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। কমীসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের দলনেতা ড. শরিফুল ইসলাম দুলু। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি (সিলেট বিভাগ) কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহ-সাধারণ সম্পাদক মহি উদ্দিন মনির, ফরহাদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং।

কর্মীসম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সদস্যবৃন্দ ও ইউনিট সমূহের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।