ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে ২টি পাইপগানসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ান র্যাব-৯।
আটককৃতরা হচ্ছেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিলিক গ্রামের মৃত আব্দুর রহিম খাঁনের ছেলে শফিকুর রহমান খাঁন (৪৩), একই উপজেলার দীঘলবাক আটঘর গ্রামের হাজী আখলাকুর রহমানের ছেলে আতিকুর রহমান আকবর (২৩)।
জানা যায়, অস্ত্র বিক্রির গোপন সংবাদ পেয়ে র্যাব-৯ এর একটি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজারের মতিন ম্যানশনের সামনে ফুটপাতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে শফিকুর রহমান ও আতিকুর রহমান দুটো প্লাস্টিকের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব তাদের ধাওয়া দিয়ে আটক করে। এ সময় তাদের সাথে থাকা দুটো ব্যাগে তাল্লাশি চালিয়ে ২টি পাইপগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত দুজন অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে শুক্রবার সকালে থানায় মামলা (নং ০২) দায়ের করা হয়েছে। ওইদিন দুপুরে আটককৃতদের অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।