তাহিরপুর প্রতিবেদক :: তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদের চালানসহ চোরাই পথে আনা গরু আটক করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিন বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায় চাঁনপুর বিওপির টহল দল (৩ ডিসেম্বর) ৩টায় সীমান্ত পিলার ১২০০/৭-এস এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বড়দল নামক এলাকা হত ১টি ভারতীয় গরু আটক করা হয়।আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।
অপরদিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৫ এর নিকট হতে ৩০০ গজ অভ্যন্তরে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোকছেদপুর থেকে ৪৫ বোতল ভারতীয় মদ ও ১টি মোটর সাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৭ হাজার ৫শত টাকা।
একইদিনে,বালিয়াঘাটা বিওপির টহল সীমান্ত পিলার ১১৯৭/৭-এস এর নিকট হতে ১০০ গজ অভ্যন্তরে,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করে। যার বর্তমান বাজার মূল্য ৫৪ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি)’র অধিনায়ক মো.মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302