• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২১
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

একুশে নিউজ ডেস্ক :: হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে হবিগঞ্জের বাহুবলে মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল এলাকায় তারা যানবাহন বন্ধ করে দিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে।

এসময় বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে বসে পড়ে। এসময় উভয় পাশের শতাধিক যানবাহন আটকা পড়ে।

‘লেগেছেরে লেগেছে আগুন লেগেছে’ শিক্ষার্থীদের স্লোগানে মহাসড়কে কম্পন সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সান্ত্বনা দিচ্ছে।

বেলা ১২টা এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছে। প্রশাসন তাদের দাবি মেনে না নিয়ে মহাসড়ক ছাড়বে না বলেও জানান তারা।