স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশাল পতাকা র্যালী বের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা। নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে পতাকা র্যালী বের হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়বক্তারা বলেন, বিজয়ের সুবর্ণ জয়ন্তির প্রাক্কালেও দেশ দুঃশাসন ও দুর্নীতিমুক্ত হতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ পাওয়ার আশায় লাখ লাখ মা-বোন জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু সে স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করা প্রয়োজন।
ইসলামী আন্দোলন মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। এসময় তিনি বলেন, এমন এক সময় ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব নজির আহমদ বলেন, স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশ ও জাতির অতন্ত্র প্রহরী ওলামায়ে কেরামকে একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতাবিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ সভাপতি আমির উদ্দিন, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম ও মাওলানা আস আদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান ও নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, হাফিজ নোমান আহমদ ফাহাদ, যুব নেতা জাকির হোসাইন, ছাত্র আন্দোলনের নগর সহ সভাপতি নুরুদ্দিন, আব্দুল করিম প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302