বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারে বড়লেখা উপজেলার শাহবাজপুরে এলডিপি নেতা ও ব্যবসায়ী মোঃ ফয়ছল আলম এর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের স্থানীয় একদল নেতাকর্মী। দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে উপর্যুপরি মারধর করে রাস্তার উপর ফেলে রেখে চলে যায়। এ সময় ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার শহরের আলফা পলি ক্লিনিকে নিয়ে যায়। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় শাহবাজপুর বাজার সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের সম্মুখে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার মোঃ ফয়ছল আলম স্থানীয় শাহবাজপুরস্থ অর্জুনপুর গ্রামের মোঃ আব্দুল হক এর পুত্র। তিনি এলডিপি ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক ও শাহবাজপুর বাজারের একজন ব্যবসায়ী।
জানা যায়, মোঃ ফয়ছল আলম বিরোধী রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর বড়লেখা উপজেলাধীন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী, স্থানীয় শাহবাজপুর বাজারে তাদের মালিকানাধীন একটি মুদি দোকান রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন থেকে তার রাজনৈতিক বিরোধ চলছে। ঘটনার দিন মহান বিজয় দিবস উপলক্ষে এলডিপি আয়োজিত অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে শাহবাজপুর বাজার সংলগ্ন সুরমা কমিউনিটি সেন্টারের সামনে আসা মাত্র রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে পূর্ব থেকে উৎপেতে থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের ৬/৭ জনের একটি দল মোঃ ফয়ছল আলম এর পথরোধ করে তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি, হকিষ্টিক ও রামদা দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় ভিকটিমের চিৎকার শুনে লোকজন ছুটে আসতে দেখে তাকে আহত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার আলফা পলি ক্লিনিকে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।