
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টে পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৫ (ডিসেম্বর) বিকাল অনুমান ৪:৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সারা দেশের ন্যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও তার সংগঠনের নেতাকর্মীরা বিকাল আনুমানিক ৪ টা ১৫ ঘটিকার দিকে তালতলা হইতে বন্দরের উদ্দেশ্য একটি মিছিল নিয়ে আসে। তারা মিছিল নিয়ে আনুমানিক ৪:৩০ ঘটিকার দিকে ঘটনাস্থল বন্দরবাজার কোর্ট পয়েন্টে আসিলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর শুরু করিলে পুলিশের সাথে তাদের তুমুল সংঘর্ষ বাধে। পুলিশ বাধ্য হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও ফাকা গুলি বর্ষণ করিলে বিএনপি’র নেতাকর্মীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল হইতে যুবদল নেতা শাহেদ আহমদ চমন ও জাবেদ মিয়াকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উশৃংখল বিএনপি নেতাকর্মীরা সমাবেশের নামে জনমণে আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টি করে দোকানপাট ভাংচুর করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার এসআই আতিকুর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- সাহেদ আহমদ চমন, মিফতা সিদিক্কি, মামুন আহমদ রিপন, লায়েক আহমদ, জাবেদ মিয়া, আব্দুর বর, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, রাজীব আহমদ, মোঃ তানভীর আহমদ তুষার, ইকরাম আলী, নজরুল ইসলাম, কাজী জাফর, আজহার অনিক, আখতার হোসেন সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।