বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সারাদেশে উৎসবের জোয়ারের সাথে সিলেটও থেমে থাকেনি বিজয় দিবস। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের মঞ্চে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরকে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুক্তাক্ষরের শিক্ষার্থীরা তাদের দলগতভাবে মঞ্চে আসে।
বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় তাহিয়া ইয়াসমিন মীম এর সঞ্চালনে প্রথমেই দ্বৈত কণ্ঠে প্রভা ও পূর্ণতা 'যে মাটির বুকে লুকিয়ে আছে' দেশের গানটি পরিবেশন করে। পরে কবি কাজী নজরুল ইসলাম, পরিতোষ বাবলু, অজিত রায় ভজন, শাহাদাত বখত শাহেদ, ইমতিয়াজ সুলতান ইমরান, ধ্রæব গৌতম, সোমা মুৎসুদ্দী, সুজিত দাস ও রুমা দাশ পড়শী। সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণটিতে দলগত আবৃত্তি পরিবেশন করে পিউ, হিমেল, পূজা, ত্রয়ী, শুচি, মন্ত্র, ঐশিকা, মণিষা, অর্ণব ও স্বপ্ন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302