
একুশে নিউজ ডেস্ক :: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রিফ্রেসাস টেনিং ও বিভিন্ন থানা কমিটি গঠন করে টেনিং শুরু করতে জেলা কমিটির এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় গার্ডেন টাওয়ার অস্থায়ী অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কমিটির সভাপতি ডাঃ মনির আহমদ সভাপত্বিতে ও সদস্য সচিব ডাঃ মোঃ আবুল কালাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আনোয়ার হোসেন, ডাঃ মোঃ টুনু মিয়া,ডাঃ সৈয়দ শাহনুর, মোঃ ইয়াসিন বিন কাইউম, ডাঃ সৈয়দ মজিবুর, ডাঃ মোঃ লাহিনুর রহমান, মোঃ তুহিন আহমদ, ডাঃ শাহিন আহমদ, সৈয়দ আল মুমিন মাহির, ডাঃ কাওছার আহমেদ, ডাঃ মানিক দে, ডাঃ এম. এ. এইচ জসীম। সভায় সিদ্ধান্ত হয় আগামী জানুয়ারি মাস থেকে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দক্ষিণ সুরমা থানার রিফ্রেসাস টেনিং আরম্ব করা হবে এবং সকল উপজেলায় পর্যায় ক্রমে পল্লী চিকিৎসক কল্যান পরিষদের তত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত সিভিল সার্জন কর্তৃক অনুমতি প্রাপ্ত ভাবে টেনিং দেওয়া হবে। এবং সকল থানা কমিটি করা হবে বলে সিদ্ধান্ত হয়। যারা টেনিং করতে আগ্রহী ও নতুন ফামের্সী করতে চান তাদের সকল সহায়তা করা হবে ড্রাগ লাইসেন্স করা সহ , তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ডাঃ মোঃ আবুল কালাম সদস্য সচিব জেলা কমিটি ০১৭১৪৪২৯১৪৭,ডাঃ মনির আহমদ সভাপতি জেলা কমিটি ০১৭১২২১১৬৬৭।