
একুশে নিউজ ডেস্ক :: গুণি অভিনেতা হিসেবে সম্মাননা পদক পেয়েছেন নাট্যনির্মাতা ও সিলেটের দক্ষ সংগঠক দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ দুর্জয়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠানে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে স্বাধীনতার সুবর্র্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ সম্মাননা পদক গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেট’র প্রতিষ্টাতা চেয়ারম্যান ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে ও মোঃ লায়েক আহমদ অভির পরিচালনায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেচার আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আহাদ, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক পাভেল সামাদ।
নাট্যশিল্পে বিশেষ অবদানের জন্য এ বছর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘সম্মাননা পদক ২০২১’ পেয়েছেন তিনি। কামাল আহমেদ দূর্জয় একাধারে অভিনেতা, নাট্যকার ও নাট্য নির্দেশক। দুর্জয় সিলেটের আঞ্চলিক নাটক বহুমাত্রীক চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ব্যাপক প্রশংসা। গুণি এই অভিনেতা যেমন সিলেটের জনপ্রিয় মুখ তেমনি মঞ্চেও। তিনি অভিনয় করেছেন গুণী লেখকদের নাটকের মঞ্চে অভিনয় করেন ও আরো অন্য পরিচালকের অসংখ্য জনপ্রিয় টিভি নাটকে।
তিনি নিজে পরিচালনা করেছেন বেশকিছু নাটক। তার মধ্যে ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ বৃদ্ধাশ্রম অন্যতম। তবে টেলিভিশন নাটকে কাজ করলেও শুরুটা হয়েছিলো তাঁর মঞ্চের মাধ্যমেই। মঞ্চে অভিনয় জীবন শুরু করেন ২০২৮ সালে অনির্বাণ’ নাট্যদলের মাধ্যমে। এছাড়া বাংলাদেশের নাট্যশিল্পী কামাল আহমেদ দুর্জয়। এর প্রশংসা করলেন, কলকাতা থিয়েটার জনপ্রিয় নাট্যকর্মী রাজ।