আন্তর্জাতিক ডেস্ক::
ইউক্রেনে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর ব্যাপারে রাশিয়াকে ফের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ)। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বুধবার এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ফোনালাপের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, টেলিফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক ইউক্রেনসহ অন্যান্য যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় পরস্পরকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ব্লিঙ্কেন ও বোরেল ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং প্রয়োজনে যৌথভাবে যেকোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে তার ‘বড় ধরনের’ জবাব দিতে হবে।
পশ্চিমা গোয়েন্দারা বলছেন, ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। ইউক্রেনের কর্তৃপক্ষ ধারণা করছে, জানুয়ারির শেষ নাগাদ সামরিক পদক্ষেপ নিতে পারে মস্কো। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302