ডেস্ক রিপোর্ট::
দক্ষিণ আফ্রিকার ৭০ শতাংশ জনসাধারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে এক রিপোর্টে জানিয়েছে ওই দেশের ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি)।
বৃহস্পতিবার এনআইসিডি বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- এনআইসিডি বিশেষজ্ঞরা দীর্ঘদিন গবেষণা চালিয়ে পাওয়া ফলাফলে দেখেছে দক্ষিণ আফ্রিকার মূল জনসংখ্যার ৭০ শতাংশ লোক করোনাভাইরাসে আক্রান্ত।
এনআইসিডির পরীক্ষাগারে পাওয়া তথ্যমতে, দেশে বর্তমানে ৩.৩ মিলিয়ন জনসাধারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে; যা মূল জনসংখ্যার ৭০ শতাংশ।
এনআইসিডির জনস্বাস্থ্য নজরদারি ও প্রতিক্রিয়া বিভাগের প্রধান ডাক্তার মিশেল গ্রুম ব্যাখ্যা করেছেন যে, নিশ্চিত করোনভাইরাস মামলার মোটসংখ্যা সংক্রমণের প্রকৃত সংখ্যার একটি ছোট অনুপাত। ডাক্তার মিশেল আরও জানিয়েছেন, অনেক লোকের উপসর্গবিহীন সংক্রমণ আছে। আবার এমন অনেক লোক আছে যারা নির্দিষ্ট উপসর্গ থাকার পরও পরীক্ষা করে না। আমরা জানি যে, আমাদের পরীক্ষায় সরকারি এবং বেসরকারি সেক্টরের কিছু পার্থক্য রয়েছে। গবেষকরা বলছেন, ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়লেও আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড কম।