
একুশে নিউজ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরাণ পশ্চিম থানা শাখার মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) রাত ৮টায় শিবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরাণ পশ্চিম থানা শাখার সভাপতি হাফিজ ইব্রাহীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ সারোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্যা ও পরিবার বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মুয়াজ্জেম হোসাইন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম খান
প্রমুখ।