• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সিপাড়ার মরহুম জগলুল চৌধুরীর চেহলাম সম্পন্ন

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২১
মুন্সিপাড়ার মরহুম জগলুল চৌধুরীর চেহলাম সম্পন্ন

একুশে নিউজ ডেস্ক :: মুন্সিপাড়া স্থায়ী নিবাসী ও সিলেট পাল্প এন্ড পেপার মিল্স লিঃ এর অবসর প্রাপ্ত বিক্রয় বিভাগের ডেপুটি ম্যানেজার মরহুম মাহবুব আহমদ চৌধুরী জগলুল এর চেহলাম সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) মুন্সিপাড়া স্থায়ী মরহুমের নিজ বাসভবনে ১ম পর্বে বাদ জুম্মা দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। ঐদিন ২য় পর্বে মুন্সিপাড়াস্থ জামে মসজিদের বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মরহুম জগলুল চৌধুরীর ১৯৬৪ খ্রি: ফেঞ্চুগঞ্জে সার কারখানায় সরকারী চাকুরী জীবন শুরু করেন। পরবর্তীতে সুনামগঞ্জের ছাতকে সিলেট পাল্প এন্ড পেপার মিল্স লিঃ হতে অবসর গ্রহণ করেন। তিনি সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৌলভী সানোয়ার আলী চৌধুরীর প্রথম পুত্র। মরহুম সাইফুল ইসলাম চৌধুরীর বড় ভাই ও সিলেট মহানগর বিএনপি ওয়ার্ড নেতা, ইয়ং ব্রাদার্স ক্লাবের সংবিধান প্রকাশনা কমিটির সদস্য ও শামীম বাল্ব ফিটিংস ফ্যাক্টরির সত্ত¡াধিকারী মো: শামীম আহমদ চৌধুরীর পিতা।
উক্ত চেহলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জননেতা সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মিফতা সিদ্দিকী, হুমায়ুন আহমদ মাসুক, মধুশহীদ পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বী হাজি মল্লিক চৌধুরী, ভাতালিয়ার তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, কাজলশাহের প্রবীন মুরব্বী, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুন্সিপাড়ার বিশিষ্ট মুরব্বী আবু বকর, সাবেক কাউন্সিলর এস এম আবজাদ হোসেন আমজাদ, আক্তার বাসিত সুজা, ড. মহিউদ্দিন আহমদ, মো: শফিক মিয়া, ক্লাব সভাপতি আমিন আলী, এডভোকেট এম. এ লাহিন সহ নগরীর গণ্যমান্য ডাক্তার, ইঞ্জিনিয়ারম, এডভোকেট, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সকলস্থরের ক্লাব, পেশাজীবীগণ। মরহুমের সহধর্মিনী রাহেলা আক্তার চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী কন্যাগণ রুমি, রুবানা, ঝরনা, ছোট ছেলে শাহিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় ও উপস্থিতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।