• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কবি শেখ শামসুল ইসলাম সম্মাননা পদক লাভ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২১
কবি শেখ শামসুল ইসলাম সম্মাননা পদক লাভ

একুশে নিউজ ডেস্ক : প্রবাসী কবি শেখ শামসুল ইসলাম সম্মাননা পদক পেলেন শনিবার (২৫ ডিসেম্বর) ইস্ট লন্ডনের মাইক্র বিজনেস সেন্টারে প্রবাসীদের প্রানের সংগঠন শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে আমার স্বরচিত তিনটি বই কবিতাগ্রন্হ ভালোবাসার স্মৃতি গীতিকাব্য আসা যাওয়া ভবের খেলা ও প্রবন্ধ সংকলন গ্রাম বাংলার রুপকথা ও জীবনের গল্পের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কবি শামসুল ইসলাম বলেন শেখ রিহান উল্ল্যাহ মুন্সী মেমোরিয়াল ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে ও দেশ বিদেশ মোহাম্মদ পুর গ্রুপ ইউকে এর পক্ষ থেকে আমাকে যে প্রতিবাদী কবি সম্মাননা প্রধান করেছে সত্যি আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। এ সংগঠনের সাথে জড়িত সকলের প্রতি ও দেশের ও বিদেশের সবাইকে ধন্যবাদ জানাই।

প্রবাস থেকে পরিশেষে কবি বলেন, কবিতার ভাষায় যদি তুমি সহ্য করতে পারো তখন, যখন তোমার বলা সত্য কথাকে বিকৃত করে অসাধু লোকেরা বোকা মানুষদের জন্য ফাঁদ বানায়, অথবা তুমি যে জিনিসগুলোর জন্য জীবন দিয়ে দিয়েছ, সেগুলোকে যদি তুমি ভেঙে যেতে দেখো, আর যদি তুমি সামনে-পেছনে ঝুঁকে পড়ে ক্ষয়ে যাওয়া হাতিয়ার দিয়ে আবার সেগুলোকে গড়ে তুলতে পারো তুমিতো মানুষ তুমিতো মানুষ।