
একুশে নিউজ ডেস্ক : সিলেট তথা দেশ বিদেশের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওসমানী স্মৃতি পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক বার্তায় ওসমানী স্মৃতি পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক নাইম খান, সদস্য সচিব, আমিনুর রশিদ, যুগ্ম আহবায়ক রিফাতুল ইসলাম আরাফাত, বিশ্বজিৎ রাজকুমার, আবু তাহের, কামরুল হাসান রাসেল, রানা, নাহিদ, কাবুল, তারেক, মুরাদ, এম রাসেল, এ কে তারেক, জসিম, শুভ, বাপ্পি, আশিকুর, আজাদ, নাহিদ, কৃষান, কনক, সদস্য রাসেদ, রানা, রাজু, কাজী নাহিদ, সাগর ওয়াফি, শরিফ, শিপু কপালি, প্রবির তালুকদার আব্দুল্লাহ, জুবেদ, রাজন, ফয়েজ, জুনু, তুহিন, পারভেজ, ফাহিম, উজ্জল, নিজয়, বদই, হাসিব, লিটন নববর্ষের শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ বলেন, বৈশিক মহামারি করোনাভাইরাসের কারনে সমগ্র বিশ্ব আজ এক সংকটময় মুহূর্ত পার করেছে। নতুন বছরে যেন সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আশুক। কোভিড-১৯ থেকে মুক্ত হোক বিশ্ববাসী এই কামনা করে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।