• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বন্দর বাজারে পুলিশ ও বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দাওয়া: ৩ পুলিশ আহত, গ্রেফতার ২

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২২

নিজস্ব প্রতিনিধি : সিলেটের বন্দর বাজারের কোর্ট পয়েন্টে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সাথে তুমুল মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। গত ০৪ জানুয়ারী বিকাল অনুমান ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুরো বন্দরবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর নিয়ে জানা যায়, বিএনপি’র পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে তারা বিকাল অনুমানিক ৩ ঘটিকার দিকে কোর্ট পয়েন্টে মিছিলের জন্য সমাবেত হয়। বিক্ষোভ মিছিল শুরু হইলে পুলিশ এসে তাদেরকে বাধা দিলে পুলিশের সাথে তারা মারামারিতে লিপ্ত হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা একজন পুলিশ সদস্যকে গুরুতরভাবে আঘাত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করিলে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হইতে দুইজন ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, একজন পুলিশের অবস্থা আশঙ্কা জনক ও দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনার বিষয় ইতিমধ্যে কোতোয়ালি থানার এসআই বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- রুবেল আহমদ, আজহার আলী অনেক,  মোঃ ফজলে রাব্বি আহসান, নাজমুল আহমদ, জহিরুল ইসলাম আলাল, শাহেদ আহমদ চমন, শাহীন আহমদ,  সালমান আহমদ রানা,  রাজীব আহমদ, কাইয়ুম আহমদ,  ইকরাম আলী, রফিক,  তোফায়েল, আতিকুর রহমান, মইনুল ইসলাম, শাহ কামাল, আবুল বাসার। তিনি আরো বলেন, আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।