পিঠা উৎসব বাঙালি সামাজিকের অপরিসীম আনন্দের এক নাম। এই আনন্দদায়ক মুহুর্তটি উপহার দিলো শ্রুতি সিলেট। ২৩ পৌষের ১৪২৮, ৭ জানুয়ারি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উৎসবমূখর সৃষ্টি হয় ব্লুবার্ড ছোট স্কুলের মাঠ প্রাঙ্গনে।
সকাল থেকে সাংষ্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে রাখে সিলেট সহ সারা দেশের বিভিন্ন শিল্পীরা। নৃত্য গানের পাশে পিঠার আবৃত্তি ছিল মন রাঙানো। আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিকেল ৪টায় বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় বাংলার মুখ নির্মাণটি উপস্থাপন করে।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ধানের রুদ্র ছায়া, কাজী নজরুল ইসলামের আজ প্রভাতের আকাশটি, জসিম উদ্দিনের রাখাল ছেলে, উৎপল কুমার ধারার ভোরবেলা ঝাঁকে ঝাঁকে ও পথ মিশে যাক, চন্দন কৃষ্ণ পালের শীতের ভাপা, শাহাদাত বক্তের নবান্নের ছড়া, সোমা মুৎসুদ্ধীর নবান্নের উৎসব এই এক ঝাঁক ছড়া কবিতায় নাইমুল ইসলামের গোলজারের সঞ্চালনে দলগত কন্ঠ দেন পিউ, প্রান্ত, পূজা, সূজী, মন্ত্র, ত্রয়ী, ত্রিপন্না, সূচিত্রা, স্মিতা, ঐশিকা, মনিষা, প্রভা, পূর্ণতা, অর্নব, সৃষ্টি, শ্রেষ্ঠা, প্রয়াস ও স্নেহা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302