নিজস্ব প্রতিবেদক : দক্ষিন সুরমা উপজেলার নিজ সিলাম নয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর পর মাইকে ঘোষণা দিয়ে মসজিদে আগত মুসল্লীরা নারায়ে তাকবির আল্লাহু আকবর স্লোগান দিয়ে মিছিল সহকারে নিজ সিলাম গ্রামের চন্দন কুমার ধরের বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এব্যাপারে সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেনের সাথে কথা বললে তিনি জানান, চন্দন কুমার ধর দীর্ঘ দিন থেকে ইসলাম বিরুদী কর্মকান্ড পরিচালনা করে আসছে। মন্দির ভিক্তিক স্কুলের নামে মূলত ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করাই ছিল তার মূল কাজ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে আমার কাছে খবর আসে যে,চন্দন কুমার ধরের নিজ নামীয় ফেইসবুক আইডি থেকে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ( সঃ)কে নিয়ে বিরুপ মন্তব্য করে একটি পোষ্ট করেছে। বিষয় টা নিশ্চিত হওয়ার জন্য আমি নিজে তার আইডিতে গিয়ে এই পোষ্ট দেখে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাইনি।পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্মপ্রাণ মুসল্লীরা খুবই ক্ষুব্ধ হন এবং তার বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে বলে শুনেছি। চন্দন কুমার ধরের মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার ছেলে একটি মিথ্যা মামলায় দীর্ঘ দিন থেকে পলাতক রয়েছে।আমার ছেলে খুবই শান্ত প্রকৃতির এলাকার সবাই জানে।সে এমন কাজ করতেই পারেনা।এটা আমাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র আমাদের নিস্ব করে দিল বলেই কান্নায় ভেঙ্গে পরেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302