• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শমসেরনগর রেলষ্টেশন থেকে অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২২
শমসেরনগর রেলষ্টেশন থেকে অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের শমসেরনগর রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার ১২ জানুয়ারী ২০২২ সালে কেচুলুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মেয়েটির লাশ উদ্ধা করে শমসেরনগর ফাঁড়ির পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, শমসেরনগর রেলওয়ে প্লাটফর্মে ভিক্ষা করতো এবং রেলষ্টেশন এলাকায় বসবাস করতো। মেয়েটির নির্দিষ্ট কোনো বাড়িঘর বা আত্বীয়স্বজন নেই বলে জানা গেছে। শমসেরনগর রেল স্টেশন থেকে ৪০০ মিটার দুরে কাছাকাছি রেললাইনের পাশে অজ্ঞাত মেয়েটির লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শমসেরনগর রেলওয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, শমসেরনগর রেলস্টেশনের উত্তরের রেললাইনের পাশ থেকে এক মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর পুলিশ জানতে পারে মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার পর শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। পরের দিন বৃহস্পতিবার ১৩ জানুয়ারী শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।