একুশে নিউজ ডেস্ক : দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বন্ধুতের জয় হউক‘ এসো মানবতার হাত বাড়াই‘ এসো অসহায় মানুষের পাশে দাড়াই‘ স্লোগানে সিলেট বিভাগের এস.এস. সি-২০০৬ এইচ. এস.সি-২০০৮ ব্যাচ বন্ধুদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও নগরীর সুবিদবাজার, বনকলাপাড়া এলাকা ও তারাপুর চা বাগানের ৩শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে বনকলাপাড়া খেলার মাঠে শীতার্তদের শীতবন্ত্র বিতরণ করা হয়।
বনকলাপাড়ার ও তারাপুর চা-বাগানের চা শ্রমিকদের মাঝে শীতের কম্বল তাদের হাতে তুলে দেওয়া হয়।
সিলেট বিভাগের এস এস সি-২০০৬ এইচ এস সি-২০০৮ ব্যাচ দেশ বিদেশ এর বন্ধুদের আর্থিক সহযোগিতায় উক্ত শীতবন্ত্র বিতরণ করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302