স্পোর্টস রিপোর্টার::
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর কড়া নাড়ছে দরজায়। ২১ জানুয়ারি শুরু হচ্ছে আসরটি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে তিনটি ভেন্যুতে হবে আসরের ৩৪টি ম্যাচ। এর মধ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনদিনে হবে ৬টি ম্যাচ। এসব ম্যাচের আগে যে সূচি ছিল, তাতে পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন সূচি প্রকাশ করেছে।
এবারের বিপিএলে অংশ নেওয়া দলগুলো হচ্ছে- মিনিস্টার গ্রুপ ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বরিশাল ফরচুন, খুলনা টাইগার্স এবং সিলেট সানরাইজার্স।
সিলেট সানরাইজার্সে এনামুল হক জুনিয়র, নাসুম আহমেদসহ সিলেটের কয়েকজন ক্রিকেটার রয়েছেন। বিসিবি জানায়, ঢাকা পর্ব দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। ২১ থেকে ২৫ জানুয়ারি চলবে এ পর্ব। এরপর ২৮ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হয়ে শেষ হবে ১ ফেব্রুয়ারি। এই পাঁচদিনের মধ্যে দুইদিন পর মধ্যখানে একদিন বিরতি।
৩ ও ৪ ফেব্রুয়ারি ফের ঢাকা পর্ব। বিপিএলের সিলেট পর্ব তিনদিনের, ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি।
এ পর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনে দুটি করে মোট ৬টি ম্যাচ হবে। আগের সূচি থেকে নতুন সূচিতে মূলত ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এসেছে। আগে দিনের প্রথম ম্যাচ দেড়টায় ও অপর ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার তথ্য জানা গিয়েছিল। এখন দুপুর সাড়ে ১২টা ও সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ দুটি।
বিসিবি জানায়, ৭ ফেব্রুয়ারি সিলেটে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।পরে সন্ধ্যা সাড়ে ৫টায় সিলেট সানরাইজার্স লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে।
৮ ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সিলেট সানরাইজার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সিলেট পর্বের শেষদিনে, ৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় খুলনা টাইগার্স মুখোমুখি হবে মিনিস্টার ঢাকার।
এদিন সন্ধ্যা ৭টায় সিলেট সানরাইজার্স প্রতিপক্ষ হিসেবে পাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। বিপিএলের শেষপর্ব ঢাকায় শুরু হবে ১১ ফেব্রুয়ারি। ফাইনালের মধ্য দিয়ে ১৮ ফেব্রুয়ারি পর্দা নামবে এবারের বিপিএলের।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302