স্টাফ রিপোর্ট::
সিলেটে আবারো চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় করোনায় দুই জন মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় শনিবার (১৫ জানুয়ারি) বেলা দেড়টায় জানিয়েছেন, শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। তারা দুইজনেই সিলেট জেলার বাসিন্দা।
এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতে গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে সর্বমোট ৭৫৫ জনের করোনা পরীক্ষা হয়। যাদের মধ্যে ৭৯ জনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার শতকরা ১০.৭২ ভাগ।নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জের ২৫ জন ও সিলেট জেলার ৮ জন। অন্যজেলাতে নেই।
ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, করোনাকালের সূচনালগ্ন অর্থাৎ ২০২০ সালের ১০ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগের ৪ জেলায় সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৫৫৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০১০৮ জন। আর মৃত্যুবরণ করেছেন ১১৮৬ জন।
এদিকে সিলেট বিভাগে সরকারি হিসেবে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সিলেটে ২৩ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। অন্যজেলাতে অ্যান্টিজেন টেস্টে কারোর করোনা ধরা পড়েনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেলে বর্তমানে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে সন্দেহজনক ৬ জন, পজিটিভ ৪ জন।
এছাড়া বিভাগের ৪ জেলাতে কোভিড-১৯ আক্রান্ত সর্বমোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলাতে ১৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302