• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে আলোচিত খাদিজা বেগম হত্যা মামলার রায় প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক:: ২০ জানুয়ারী ২০২২ ইং তারিখে শ্রীমঙ্গলে আলোচিত খাদিজা বেগম হত্যা মামলার রায় প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, বিগত ২৩ ফেব্রুয়ারী ২০২১ তারিখে নিহত খাদিজা বেগমের বাবা হামিদ মিয়া বাদী হয়ে রাজিব পালসহ মোট তিনজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার দ্রুত বিচার ট্রাইবুনালের মহামান্য বিচারক সমস্ত স্বাক্ষীদের স্বাক্ষ গ্রহণ শেষে রাজিব পালের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১(এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং মহামান্য আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অন্য দুই আসামীর বিরুদ্ধে কোন প্রমাণ না পাওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন।

মামলার বাদী হামিদ মিয়া বলেন রাজিব পালকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসলে আমি সন্তুষ্ট। আমার মেয়ের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে কান্না জড়িত কন্টে কথা গুলো বলেই চলে যান।