• ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শাবি উপাচার্যের পদত্যাগ চাইলেন শিক্ষকরাও

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২২
শাবি উপাচার্যের পদত্যাগ চাইলেন শিক্ষকরাও

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ ‘কৌশলে চেয়েছেন’ শিক্ষকরা।

উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের অচলাবস্থার পরিপেক্ষিতে আয়োজিত বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেন তারা।

রোববার (২৩ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে রাত সোয়া ৮টায় শিক্ষকদের পক্ষে ৪ দফা দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস।

চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রথমত. শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার তীব্র নিন্দা, অবিলম্বে সরকারের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্বিতীয়ত. অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা করা দরকার, তা অনতিবিলেম্বে করতে হবে। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

তৃতীয়ত. উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত। এ ক্ষেত্রে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

চতুর্থত. শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃকক্ত না হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি অধ্যাপক তুলসী কুমার দাস বলেন, শিক্ষার্থীরা মনে করছেন তাদের দাবি যৌক্তিক, তাই তারা আন্দোলন করছেন।