একুশে নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ পাওয়েল এর বাড়িতে পুলিশি তল্লাশী ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
২৮ জানুয়ারি ২০২২ তারিখ বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার একতরফা নির্বাচন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের গনহারে গ্রেফতার করছে, গ্রেফতার করেও শেষ হচ্ছে না, বাসাবাড়িতে গিয়ে আমাদের নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক, অমানবিক আচরণ করছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারই ধারাবাহিকতায় গতকাল ২৭ জানুয়ারি ২০২২ সাল রাতে তেতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ পাওয়েল এর বাড়িতে পুলিশ তল্লাশী চালায় তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে অশালিন আচরণ করে, অথচ দীর্ঘদিন থেকে আব্দুল আহাদ পাওয়েল দেশের বাহিরে অবস্থান করছে। তারপরও তাকে খোঁজে পুলিশ তার বাড়িতে এসে এবং তাকে না পেয়ে তার পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করে। আমরা এহেন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে এসব কর্মকান্ড প্রশাসন বন্ধ না করলে সাধারণ জনগনকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302