• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

‘আদনান দ্যা গ্রেট’

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২২
‘আদনান দ্যা গ্রেট’

স্টাফ রিপোর্ট::
বিশ্ববিখ্যাত বহুজাতিক কোম্পানি গুগলে চাকরি পেয়েছেন সিলেটের নাফিউল আদনান চৌধুরী। গুগলের ইউরোপিয়ান হেডকোয়ার্টার আয়ারল্যান্ডের ডাবলিন কার্যালয়ে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন।

আদনান সিলেটের ওসমানীনগর উপজেলার মোতিয়ারগাঁওয়ের মো. সামছুল হক চৌধুরী ও মুসলিমা বেগমের বড় ছেলে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী।

তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং এমসি কলেজ থেকে এইচএসসি পাসের পর মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ২০১৯ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই ডিগ্রি লাভ করেন।

সিএসই সম্পন্ন করার পর আদনান ইনোসিস সলিউশন্স নামের একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারি হিসেবে কাজ করছিলেন। এই প্রতিষ্ঠান আমেরিকা ও কানাডার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার তৈরিসহ আইটি সেবা দিয়ে থাকে।

আদনান জানান, সম্প্রতি তিনি গুগল থেকে চাকরির ইন্টারভিউয়ের ডাক পান। ইন্টারভিউ শেষে গত সোমবার (৩১ জানুয়ারি) নিয়োগপত্র পান আদনান।

তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে শিগগিরই তিনি গুগলের ইউরোপিয়ান হেডকোয়ার্টারে যোগ দেবেন।

আদনানের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে সিলেটে সর্বমহল। অসাধারণ সাফল্যের জন্য নাফিউল আদনান চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।