নিজস্ব প্রতিবেদক : ছাতক থানার অন্তর্গত দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজার থেকে বিপ্লব সামন্ত ও বিপ্লেশ সামন্তকে মাদক দ্রব্য সহ গ্রেফতারের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী মাওলানা এখলাচুর রহমান জানান সন্ধার দিকে পুলিশের একটি টিম মেসার্স মা এন্টারপ্রাইজে এসে তল্লাশি করে গাজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশি মদ পায় সাথে সাথে তারা বিপ্লব ও বিপ্লেশ কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে তল্লাশি পরিচালনা টিমের প্রধান এস আই মো: আতিকুর হাসানের সাথে কথা বললে তিনি জানান যে, আমাদের কাছে সংবাদ ছিল মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাতুয়া গ্রামের বীরেশ সামন্তের দুই ছেলে বিপ্লব সামন্ত ও বিপ্লেশ সামন্ত ডিলার ব্যবসার অন্তরালে দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। যথেষ্ট প্রমান না থাকায় এতদিন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। পরবর্তীতে আমরা তাদেরকে নজরবন্ধীতে রাখার জন্য গুপচর নিয়োগ করি। আজকে আমাদের নিয়োজিত গুপচরের সংবাদের ভিক্তিতে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করে ফোর্স সহ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে চতুর দিকে ঘেরাও করি। এবং তাদের অনুমতি সাপেক্ষে তল্লাশি করে এক কেজি গাজা, দুইশত পিস ইয়াবা, দশটি ফেনসিডিল ও পনের টি বিদেশি মদ উদ্ধার করি। এবং বিপ্লব সামন্ত ও বিপ্লেশ সামন্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যাই। তারা দুই ভাইকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করি। মামলার তদন্তের সার্থে এই মূহুর্তে আর কোন কিছু বলা যাবেনা বলে জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302