নিজস্ব প্রতিবেদক : শেরপুর বাজারের হেলাল মিয়া হত্যা মামলার এজাহার নামীয় ৩ং আসামি জয় চন্দ কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিক্তিতে ০৯/০২/২০২২ইংরেজি রোজ বুধবার নবীগঞ্জ থানার দৌলতপুর গ্রাম থেকে রাত আনুমানিক ১১:৪৫ মিনিটের সময় গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে রাতভর ব্যাপক জিজ্ঞাসা বাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় যে, সে এবং অঞ্জয় চন্দ, শিমুল চন্দ ও তাদের সহযোগিরা মিলে হেলাল মিয়াকে হত্যা করেছে। তারা লাশটি গুম করতে চেয়েছিল কিন্তু মানুষের আওয়াজ শুনতে পেয়ে লাশটি দোকানে রেখেই পালিয়ে যায়।
তিনি জানান অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের পাশাপাশি র্যাব ও পিবিআই কাজ করছে। আসা করছি খুব শীগ্রই অন্যান্য আসামীদের গ্রেফতার করতে সক্ষম হব। মামলার স্বার্থে এই মূহুর্তে আর কোন কিছু বলা যাবেনা বলে জানান তিনি। উল্লেখ্য যে বিগত ০৫/০২/২০২২ ইংরেজি তারিখে শেরপুর বাজারের অঞ্জয় হেয়ার ড্রেসার দোকান থেকে হেলাল মিয়া নামীয় ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই সাদিক মিয়া বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।