• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রশাসনকে ব্র্যাকের ১ লক্ষ ৬৪ হাজার মাস্ক হস্তান্তর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২২
সিলেট জেলা প্রশাসনকে ব্র্যাকের ১ লক্ষ ৬৪ হাজার মাস্ক হস্তান্তর

একুশেনেট ডেস্ক::

করোনার নতুন ধরণ অমিক্রোন এর বিস্তার রোধে সম্মিলিত পদক্ষেপের অংশ হিসেবে ব্র্যাক ‘জাতীয় ফেস মাস্ক পরিধান ক্যাম্পেইন প্রকল্প ২০২১-২০২২’এর আওতায় সিলেট জেলা প্রশাসনকে ১ লক্ষ ৬৪ হাজার পুন: ব্যবহার যোগ্য পরিবেশ বান্ধব ৩ স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক হস্তান্তর করেছে।

সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাস্ক হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান। মাস্ক গ্রহণকালে তিনি বলেন, মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি অনুসরণে সকলকে আরো সচেতন করতে হবে এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলেকে কাজ করবার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল বলেন, ব্র্যাক মার্কিন যুক্তরাষ্ট্র এর “হ্যান্ডস ব্রান্ডস ইনক” থেকে ৫.৬ কোটি কাপড়ের মাস্ক গ্রহণ করেছে যা বাংলাদেশের কমিউনিটি মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এর একটি অংশ জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এ ক্ষেত্রে সিলেট জেলার জন্য প্রথমিক ভাবে ১০ লক্ষ ৬৯ হাজার বরাদ্দ রয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে ১ লক্ষ ৬৪ হাজার, সিভিল সার্জনের মাধ্যমে ৩৩ হাজার, এনজিও ফেডারেশন সিলেটকে ২৫ হাজার, সিটি করপোরেশনের মাধ্যমে ১৮ হাজার মন্ত্রীর বিশেষ বরাদ্দ তিনটি উপজেলায় ১ লক্ষ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) মাস্ক বিতরণ করা হবে। অবশিষ্ট ৭ লক্ষ ২৯ হাজার মাস্ক ব্র্যাক (৩০০ কর্মী ও ৯০০ স্বাস্থ্য সেবিকা) এবং ইউএইচএন্ডএফপিও, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মন্দির, গীর্জা ও সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপপরিচালক মো: মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচএম মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার রেহানা আক্তার এবং অত্র জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার গণ সহ ব্র্যাকের স্বস্থ্য পুষ্টি কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো: আরিফুর রহমান, এলাকা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ, এনজিও ফেডারেশনের সভাপতি রোটরিয়ান বেলাল আহমেদ ও ব্র্যাকের সিলেট জেলার সমন্বয়ক অনিক আহাম্মেদ অপু।